রাজবাড়ীবিডি ডেক্স ॥
রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার (১৯ জুন) দুর্যোগ ব্যবস্থাপনায় সাড়াদান বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান। এতে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগন। কর্মশালায় দূর্যোগ তথা ভুমিকম্পের সময় আত্মরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আব্দুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
মন্তব্য করুন