স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আড়ৎপটি এলাকায় বৃষ্টির পানি জমে থাকায় জলাবদ্ধতা নিরাসনে কাজ শুরু করেছে সেটা দেখতে এলাকাটি তড়িৎ পরিদর্শন করেন পৌর প্রশসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান।
বুধবার (৬ আগষ্ট) বেলা বারোটার দিকে গোয়ালন্দ বাজার আড়ৎপটি এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে ছিল গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাস প্রমূখ।
জানাযায়, সম্প্রতি বৃষ্টিতে আড়ৎপটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে যারা কেনা বেচার জন্য আসে জলাবদ্ধতা থাকার ফলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। এছাড়া স্থানীয়রা এখান দিয়ে চলাফেরা করতে সমস্যা হয় বিশেষ করে ছাত্র ছাত্রীরা যারা এখান দিয়ে চলাফেরা করে তারা ভিজে যায়৷ এমন সংবাদ পাওয়ার সাথে সাথে তিনি তড়িৎ পদক্ষেপ গ্রহণ করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ নাহিদুর রহমান বলেন, বিষয়টি শোনার সাথে সাথে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন পাইপের মাধ্যমে ড্রেনের সাথে সংযোগ স্থাপন করা হবে। এরফলে আশা করি এই স্থানের জলাবদ্ধতা নিরসন হবে। তাছাড়া আমরা এখানকার টেম্পু স্ট্যান্ড সরিয়ে বাইরে দিতে চাচ্ছি এরফলে আশা করি বাজারের যানজট কমে আসবে।
মন্তব্য করুন