জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (০৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর চর পাচুরিয়া গ্রামে মৃত তোরাব আলী শেখের ছেলে মো. সুজাত শেখ (৩৭)।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে থানার একটি টিম উপজেলার উত্তর চর পাচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে সুজাত শেখকে ৬০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করে রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি আবদুল্লাহ আল মামুন। তিনি আরও বলেন, মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।
মন্তব্য করুন