পুলিশ সদস্যদের ওপর হামলা, নিন্দা জানিয়ে পুলিশ এসোসিয়েশনের বিবৃতি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যদের ওপর হামলা, নিন্দা জানিয়ে পুলিশ এসোসিয়েশনের বিবৃতি

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় পুলিশের ওপর হামলা হয়েছে উল্লেখ করে এসব ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৭ অক্টোবর) সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সাধারন সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে নরসিংদী, চট্টগ্রাম, সিলেট ও বগুড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের উপর একাধিক দুঃখজনক হামলার ঘটনা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নজরে এসেছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ০৪ অক্টোবর ২০২৫ তারিখে নরসিংদী সদর এলাকায় সক্রিয় চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় অতিরিক্ত পুলিশ সুপারের উপর হামলা চালানো হয়, এতে তিনি আহত হন। একই দিন বগুড়ার শিবগঞ্জে একটি নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেফতারের সময় পুলিশকে লক্ষ্য করে একটি সংঘবদ্ধ দল অতর্কিত হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হন। গত ১১ আগস্ট চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের মিছিল থেকে পুলিশের উপর হামলা চালিয়ে বন্দর থানার একজন উপ-পরিদর্শককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া ০৫ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় ট্রাক শ্রমিকদের একটি অংশ পুলিশের উপর সহিংস আচরণ করে, যার ফলে পাঁচজন পুলিশ সদস্য গুরুতর ভাবে আহত হন। এসব অনাকাঙ্ক্ষিত ও বেআইনি ঘটনা শুধু পুলিশ বাহিনীর জন্য নয়, রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ। পুলিশের বৈধ দায়িত্ব পালনে বাধা প্রদান, হামলা বা লাঞ্ছনার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, নিন্দনীয় ও দুঃখজনক।

বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যোদ্ধা। বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখায় দিবা-রাত্রি  নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সাম্প্রতিক শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। ০৫ আগস্ট পরবর্তী সময়ে উদ্ভূত চড়ম প্রতিকূল পরিস্থিতির মাঝেও পুলিশ সংযম, ধৈর্য, নিষ্ঠার সাথে আইনের শাসন প্রতিষ্ঠা করে দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন আইনশৃঙ্খলাবিরোধী ও পুলিশবিরোধী এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে, এসব ঘটনার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ বাহিনী সদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও কর্তব্যে অটল থাকবে।

আমরা বিশ্বাস করি, দেশের জনগণের সহযোগিতায় পুলিশ বাহিনী আগামী দিনেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করণের মাধ্যমে সংবিধান, গনতন্ত্র সমুন্নত রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন ঘোষণার দাবিতে আমরণ অনশন

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

ডাক্তাররা কেন নিদিষ্ট জায়গায় টেস্ট করতে বলে

বিএনপি মনোনীত রাজবাড়ী-১ আসনের প্রার্থী খৈয়মের জনসভায় জনতার ঢল

রাজবাড়ীতে কৃষক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

রাজবাড়ীতে আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সদস্য গ্রেপ্তার

ডাক্তারদের কাজ কি রোগী মারা?

রাজবাড়ীতে এতো সড়ক দূর্ঘটনা, দোষ কার? দায় কার?

গোয়ালন্দে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

১০

রাজবাড়ীতে রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ৫০০ কলাগাছ

১১

নির্বাচন বানচাল কর‌তে এখনও চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে -বিএনপি নেতা হারুন

১২

রাজবাড়ী জেলা ছাত্রদলের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

১৩

সন্তানকে শেষ বারের মত ছুয়ে দেখতে চায় মা 

১৪

গোয়ালন্দে লাল তিল রং মিশিয়ে কালো করার দায়ে দন্ড

১৫

‘এসো বন্ধু গড়ে তুলি ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য’

১৬

রাজবাড়ী‌তে পেঁয়া‌জের বাজার উর্দ্ধগ‌তি, মন সর্বচ্চো ৪১০০ টাকা

১৭

পাংশায় গাছ কাটার সময় চাপা পড়ে শিশুর মৃত্যু

১৮

নারুয়া‌ ইউনিয়ন ভূ‌মি অ‌ফি‌সে খাজনায় টাকা বে‌শি নেবার অ‌ভি‌যোগ

১৯

বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দূর্ঘটনায় তরুণীর মৃত্যু, বন্ধু গ্রেপ্তার

২০