স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর শ্রীপুরে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাস চাপায় এক ব্যাক্তি নিহত হয়েছে। দুপুরে সদর উপজেলার শ্রীপুর এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটে। নিহত ওই ব্যাক্তির নাম আব্দুল হান্নান। সে পাংশা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের সেনগ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, আব্দুল হান্নান পাংশা সাবরেজিষ্টার অফিসে দলিল লেখক ছিলেন। সকালে সে দরকারি কাজে জেলা সাব রেজিঃ অফিসে আসেন। দুপুরে কাজ শেষে পাংশা ফিরছিলেন। রেজিঃ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় গোয়ালন্দ মোড়গামি একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মন্তব্য করুন