স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার (১৫ অক্টোবর) উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের বদলিজনিত বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে কর্মরত উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলামকে বদলিজনিত বিদায় ও নবগত উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুল কাদের এবং নাছরিন নাহারকে বরণ করা হয়।
গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ.আর.সি’র ইন্সটেক্টর মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ বিদায়ী কর্মকর্তাকে শুভকামনা ও নবাগত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।
মন্তব্য করুন