রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারের দায়ে ৪ জনকে আটক করা হয়। আটককৃত ২ জনকে কারাদন্ড ও ২ জনকে জরিমানা করা হয়। গত রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ভ্রাম্যমান আদালতে বাবলু শেখ (৩৩) ও তোতা বেপারীকে (৫২) ৫ দিনের কারাদন্ড প্রদান করা হয় । এছাড়া তালেব প্রামানিক (৩০) ও সেন্টু শেখ (৩০)কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রীনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে দৌলতদিয়া নৌ পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। এসময় প্রায় ২৫,০০,০০০ লক্ষ বর্গমিটার কারেন্ট জাল এবং ৩০ কেজি ইলিশ মাছ আটক পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে ০২ জন জেলেকে ০৫ দিন করে জেল এবং ০২ জনকে ১,০০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছ এতিমখানা ও গরীবদের মাঝে বিতরন করা হয়।
মন্তব্য করুন