রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গোয়ালন্দ পৌরসভার ক্ষুদিরাম সরকার পাড়ার মৃত গুরু চরণ চৌধুরীর ছেলে উজ্জল চৌধুরী (৩৮) এবং মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মৃত নারায়ণ চন্দ্র কুন্ডুর ছেলে বিজয় কুন্ডু (৫০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনরত অবস্থায় ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানে অধিদপ্তরের অন্যান্য সদস্যরাও অংশ নেন। সাজাপ্রাপ্তদের পরবর্তীতে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন