সোমবার (৩ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ওই ইঞ্জিনের একটি চাকা লাইনচ্যুত হয়। যে কারণে ছেড়ে যেতে পারে নাই পোড়াদহগামী ট্রেনটি। তবে দুপুরের আগে এই রুটে আর কোনো ট্রেন নেই এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ভোরে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গোয়ালন্দ ঘাট স্টেশনে যায় সাটল ট্রেনটি। সেখানে ইঞ্জিন ঘুরানোর সময় একটি চাকা লাইনচ্যুত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে নাই।