স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৯ জন জেলেকে আটক, দেড় লক্ষাধিক মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও অন্তত ১৫ কেজি মা ইলিশ জব্ধ করা হয়।
পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ দিনের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামন জানান, মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপহেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে ডিমওয়ালা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে আটক করে কারাদন্ড দেয়া হয়। এছাড়া উদ্ধার করা নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ডিমওয়ালা ইলিশ এমিতখানায় বিতরণ করা হয়।
উল্লেখ্য, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মন্তব্য করুন