
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি ও তা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ করে রাজবাড়ীতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ব্র্যাক রাজবাড়ী আঞ্চলিক কার্যালয়ে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে গভীরভাবে পড়ছে। এর ফলে নতুন নতুন রোগ দেখা দিচ্ছে, পুরনো রোগের প্রকোপও বাড়ছে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া কার্যকরভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা সম্ভব নয়। ব্র্যাকের এই সচেতনতামূলক কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ।” সভায় বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডা. রহমত আলী, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (RMO) ডা. নূরুন্নাহার কথা, ব্র্যাকের BDC প্রনব কুমার রায়, এবং জেলা ম্যানেজার (DM) এ এম মিজানুর রহমান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার অস্বাভাবিকতা ও তাপমাত্রা পরিবর্তনের ফলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া ও ডেঙ্গুসহ সংক্রামক রোগের প্রকোপ বাড়ছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু, নারী ও প্রবীণরা। ব্র্যাকের OCCH কর্মকর্তা সাবিয়া সাবরিন সুহি এবং প্রোগ্রাম অফিসার সুরিয়া আক্তার সভায় জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে তথ্য উপস্থাপন করেন। তারা বলেন, “দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। খরা, বন্যা ও অতিবৃষ্টির কারণে নিরাপদ পানির সংকট দেখা দিচ্ছে, ফলে কলেরা, চর্মরোগ ও মানসিক স্বাস্থ্যের সমস্যা বাড়ছে।” বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় জোরদার, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বৃদ্ধি, জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ শনাক্তকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান। সভায় রাজবাড়ী জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন