রাজবাড়ী জেলা প্রশাসক হয়ে উঠেছেন গণ-অভ্যুত্থানের শহীদদের স্বজন – Rajbari
dhadmin
৭ নভেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী জেলা প্রশাসক হয়ে উঠেছেন গণ-অভ্যুত্থানের শহীদদের স্বজন

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যেন হয়ে উঠেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজন এবং আহতদের একান্ত আস্থার ঠিকানা। তাঁদের সবার শেষ ভরসার স্থল যেন এখন নবাগত জেলা প্রশাসকই।
সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের একাধিক স্বজন এবং আহতরা এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন। জেলা প্রশাসক হিসাবে যোগদানের মাত্র দুই দিনের মাথায় গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকায় শহীদ আব্দুল গণির বাড়িতে গিয়ে শহীদের বিধবা স্ত্রী লাকী আক্তার, শিশু সন্তান জান্নাত আক্তারের সাথে দেখা করেন। উপহার দেন নতুন পোশাক উপহার। এছাড়া শহীদ গণির পরিবারের সদস্যদের জন্যও নিয়ে যান বিভিন্ন ধরনের সুস্বাধু ফল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। গত বুধবার আবার নতুন অফিসে চরম ব্যস্ততার মাঝেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ধুলিয়াট গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র শিক্ষার্থী  রাজীব খান এবং জেলার গোয়ালন্দ উপজেলার নলডুপি গ্রামের আব্দুল হক শেখের ছেলে গার্মেন্টস শ্রমিক আমির হামজাকে  নিজের অফিসে ডেকে আনেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। তাঁদের অসুস্থতার খবর নেন। তাঁদের দুর্ভোগের কথা মনযোগ সহকারে শুনেন। জেলা প্রশাসন থেকে সব ধরনের সাহায্য করার আশ্বাস দেন। বৃহস্পতিবার আবার ছুটে গিয়েছিলেন বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে শহীদ সাগর আহমদের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সাথে দেখা করতে। নগদ ২০ হাজার টাকার সরকারী অনুদানও দিলেন এই কৃষক পরিবারকে। শহীদ সাগরের মা গোলাপি বেগমের জন্য শাড়ী, বাবা মোঃ তোফাজ্জল হোসেনের জন্য পাঞ্জাবী এবং বোনের জন্যও নতুন পোশাক নিয়ে যান সাথে উপহার হিসাবে। পরিবারের সদস্যদের জন্য নিয়ে যান বিভিন্ন ধরনের সুস্বাধু ফলও।
এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারি, সহকারী কমিশনার অংকন পাল, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে রাজধানীর মিরপুর গোলচত্বরে গুলিতে শহীদ হন সাগর। তিনি  সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
শহীদ সাগরের মা গোলাপী বেগম বলেন, ডিসি স্যার এসেছিলেন আমাদের বাড়ীতে। উনি আমাদের যে কোন দরকারে উনাকে জানাতে বলেছেন এবং পাশে থাকার ওয়াদা করেছেন।
সাগরে পিতা মোঃ তোফাজ্জল হোসেন বলেন, আমার ছেলে শহীদ সাগরের কবর জিয়ারত করার সময়  আমি পুরো কবরস্থানের চারদিকে বাউন্ডারী ওয়াল করার দাবী জানিয়েছিলাম ডিসি স্যারের কাছে। আমার কথা শুনে জেলা প্রশাসক  তৎক্ষণাৎ  আমাকে  জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করতে বলেন এবং বিষয়টি দ্রুত বিবেচনার আশ্বাস দেন।
স্থানীয় মনসুর আলী কলেজের শিক্ষক একেএম আসাদুজ্জামান বলেন, এই ডিসি স্যারকে আমার অন্যদের চেয়ে আলাদাই মনে হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা কর্মীরা স্থানীয় বাজারের কাছে একটা  সরকারী জায়গাকে সাগর চত্বর হিসাবে নামকরণ করেছেন। সেখানে দুইটি অবৈধ দোকান আছে। আমি সেটা দ্রুত অপসারনের অনুরোধ করলে, এই বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন আমার সামনেই, তিনি আরো যোগ করেন।
উনার আচরণে মনে হয় উনি রাজবাড়ী জেলার প্রশাসক হিসাবে আসেন নাই, এসেছেন রাজবাড়ী জেলার একজন সেবক হিসাবে। জেলা প্রশাসক আসবেন, আবার চলেও যাবেন। কিন্তু এ জেলা প্রশাসকের এমন জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকলে, তাকে রাজবাড়ীবাসী সারাজীবন আলাদা ভাবে মনে রাখবে, আসাদুজ্জামান আরো বলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত রাজবাড়ী গড়ার প্রত্যয়ে সাইকেল রোড শো অনুষ্ঠিত 

কালুখালীতে কোকোর মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদা না পেয়ে শিক্ষকের বাড়ীর লোকজনকে বেধরক মারধর

ওয়াসার নির্বাহী প্রকৌশলী আল আমিনের অনুসন্ধান শুরু

রাজবাড়ী‌তে অনূর্ধ্ব-১৭ বালক-বা‌লিকা গোল্ডকাপ ফুটবল টুর্না‌মে‌ন্টের পুরস্কার বিতরণ

মজাদার কাকা কাহিনী

রাজবাড়ী স. উচ্চ বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পাংশায় প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী শিক্ষককে পেটানোর অভিযোগ

বসন্তপুরে কাঠের ফ্রেমের চাপায় শ্রমিকের মৃত্যু

দৌলতদিয়ায় ইভেন্ট প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন

১০

রাজবাড়ীতে তিন দিন ব্যপী তারুন্য মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান

১২

শহীদ ওহাবপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে জাতীয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

১৪

রাজবাড়ীতে তারুণ্য উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

১৫

মেডিকেলে ভর্তিতে কোটা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

১৬

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

১৭

গোয়ালন্দে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

১৮

বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সভা এবং শীতবস্ত্র বিতরণ

১৯

দৌলতদিয়ায় বসতবাড়িতে অগ্নিকান্ড

২০