কামাল হোসেন : “আপনার চোখকে ভালোবাসুন” এই প্রতিপাদ্যে ২০২৫ সালের বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলায় নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ, ভিশন স্প্রিং এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি (রিডিং গ্লাসেস ফর লাইভলিহুডস)–এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পাংশা ব্র্যাক এরিয়া অফিসে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ব্র্যাক অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক রাজবাড়ী জেলার জেলা সমন্বয়ক প্রণব কুমার রায়, ব্র্যাক এরিয়া ম্যানেজার মো. মজিবর রহমান, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রগতি এরিয়া ম্যানেজার মো. ফয়সাল শেখ, যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরাইয়া আক্তার, এবং মাজেদ মোল্লা চক্ষু হাসপাতালের অপটোমেট্রিস্ট সেলিম রেজা। এ সময় ব্র্যাকের স্বাস্থ্যসেবিকা, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় সুবিধাভোগীরাও উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, চোখের যত্ন ও দৃষ্টিশক্তি রক্ষায় সচেতনতা বৃদ্ধি করাই এ দিবসের মূল লক্ষ্য। নিয়মিত চোখ পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও দৃষ্টিশক্তির সমস্যা হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তারা।
দিবসটি উপলক্ষে ব্র্যাক পাংশা এরিয়া অফিসে একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পেরও আয়োজন করা হয়, যেখানে স্থানীয় জনগণ চোখের স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি