বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রাজবাড়ী জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
কমিটিতে এস এম কাউসার মাহমুদকে আহ্বায়ক এবং মাহমুদ হোসেন লিটনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া, মোঃ সোহেল মোল্লা সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক: মোঃ সুমন হোসেন, সোহেল রানা শীতল, গুল এ জান্নাত, মিতা খাতুন ও মুন্সি কনক হাসান।সদস্য, এনামুল হক অন্তর, মোঃ আরিফুল ইসলাম ও মোঃ শফিকুল ইসলাম সাকিব। নবগঠিত আহ্বায়ক কমিটি শিগগিরই জেলার পূর্ণাঙ্গ কমিটিসহ উপজেলার ইউনিটভিত্তিক সাইবার টিম গঠন ও প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেবে বলেও জানিয়েছেন।
মন্তব্য করুন