রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যলয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের ক্ষুদ্রঋণ গ্রহণকারী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষে ঋণগ্রহীতাদের সঠিকভাবে ঋণের ব্যবহার সম্পর্কে সচেতন করা। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতাও বৃদ্ধি করা।
গোয়ালন্দ উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক মো. ফেরদৌস, সহকারী পরিচালক মো. আবুল হাশেম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ। এ-সময় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও বিশেষজ্ঞ প্রশিক্ষকরা বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা তাদের ব্যবসা-বাণিজ্য এবং আয়বর্ধক কার্যক্রমে আরও দক্ষ হতে পারবেন বলে আয়োজকরা আশা করছেন।