রাজবাড়ীতে চাঞ্চল্যকর সাবেক ছাত্রলীগ নেতা তানভীর শেখ হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
শনিবার সকালে রাজবাড়ীর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে নিহত তানভীরের বন্ধু মহল ও সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
এ সময় নিহত তানভীরের মা সাহেদা বেগম, বন্ধু তামীম হাসান, নবীন, তনু ইসলাম, তাফসীন হাসান, আশিক হাচান বক্তৃতা করেন। পরে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে সরকারি উচ্চ বিদ্যালয়ে সামনে অবস্থান নেয়।
বক্তারা এ সময় বলেন, গত ১২ নভেম্বর রাতে শহরের বিনোদপুর এলাকায় তানভীরকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে চিহিৃত দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি মামলা দায়ের হলেও মুল আসামীরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। আজকের মধ্যে সকল আসামীকে গ্রেপ্তার করা না হলে আগামীকাল আরো বৃহৎ কর্মসুচী পালন করা হবে।
উল্লেখ্য, তানভীর শেখ রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার বাবু শেখে ছেলে ও পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাঃ আবুল হোসেন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো। এ ঘটনায় তানভীর শেখের মামা আলম শেখ বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৭-৮জনকে আসামী করে মামলা দায়ের করেন।
2:49 pm, Saturday, 19 April 2025
News Title :
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যাকান্ডে জড়িতদের বিচার দাবীতে বিক্ষোভ
-
স্টাফ রিপোর্টার ॥
- Update Time : 11:46:50 am, Saturday, 16 November 2024
- 202 Time View
Tag :
Popular Post