রাজবাড়ীর গোয়ালন্দে বিয়ের দাবিতে ৫দনি ধরে প্রেমিকের বাড়িতে অনশন করেও দাবী পুরণ না হওয়ায় ধর্ষণ মামলা করেছে এক কলেজ ছাত্রী। এ মামলার একমাত্র আসামী সিরাজুল ইসলাম সাগর (২৬) কে ঢাকা চকবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাগর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিমুদ্দিন পাড়ার দারোগ আলী সরদারের ছেলে।
জানা যায়, প্রায় ৭ মাস পূর্বে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিয়ের দাবিতে এক প্রেমিকা ৫ দিন তার প্রেমিক সাগরের বাড়িতে অনশন করে এক কলেজ ছাত্রী। এতে সে সফল না হয়ে গত ৭ মে ধর্ষণের অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই আসামী সিরাজুল ইসলাম সাগর গাঢাকা দেয়।
কলেজ ছাত্রী জানায়, আমার সাথে যে অপরাধ করেছে, আমি তার সুষ্ঠু বিচার চাই। তাকে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই।
গোয়ালন্দ ঘাট থানার অফসিার ইনর্চাজ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামী সিরাজুল ইসলাম সাগরকে ঢাকা চকবাজার এলাকা থেকে বুধবার ভোরে গ্রেপ্তার করা হয়। আসামীকে বুধবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন