রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার সরকারী তেল চুরি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। এসময় ৭ ব্যারেল চোরাই ডিজেল তেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া গ্রামের মৃত ছলিম শেখের ছেলে মো. কামাল শেখ (৩৫) ও নাছির সরদারের পাড়া গ্রামের মো. আ. সাত্তার বেপারীর ছেলে মো. হাবিল ব্যাপারী।
জানা যায়, দীর্ঘদিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরি ও নৌরুটের নাব্যতা সংকট কাটাতে খনন কাজে নিয়োজিত খননযন্ত্রের সরকারী তেল চুরিকে কেন্দ্র করে একটি শক্তিশালী চক্র গড়ে উঠেছে। দূর্গম এলাকা এবং নদীর মাঝে এই চুরি সংগঠিত হয় বলে বিষয়টি শোনা গেলেও তথ্য-প্রমান মেলে না। এ চক্রের দু’জন গ্রেপ্তার হওয়ায় বিষয়টির সত্যতা প্রমানিত হয়েছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে দৌলতদিয়া ২নং ফেরি ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলার ও চোরাই ৭ ব্যারেল ডিজেল তেল উদ্ধার করা হয়। এসময় ২জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ৭ ব্যারেলের প্রতিটিতে ২শ লিটার করে মোট ১ হাজার ৪শ লিটার জ¦ালানি ডিজেল তেল রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে উদ্ধার হওয়া জ¦ালানি তেল খনন যন্ত্রের কিংবা ফেরির হয়ে থাকতে পারে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
3:33 am, Monday, 21 April 2025
News Title :
দৌলতদিয়ায় তেল চুরি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, চোরাই তেল উদ্ধার
-
স্টাফ রিপোর্টার ॥
- Update Time : 12:13:01 pm, Saturday, 21 December 2024
- 272 Time View
Tag :
Popular Post