রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শনিবার (১১ জানুয়ারী) সকাল ১০টার দিকে বসন্তপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে খলিল মোল্লার ছেলে আবু বক্কর মোল্লা এবং তার স্ত্রী শিউলি বেগমকে ভাঙ্গা হাত ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।
আহত আবু বক্কর মোল্লা বলেন, এই জমির সব ধরনের কাগজপত্র তাদের রয়েছে। কিন্তু তার প্রতিবেশী মিলন মোল্লাদের কোন কাগজপত্র নাই। বেশ কয়েকবার বসার কথা বলা হলেও তারা বসে নাই এবং তাদের কোন কাগজপত্রও দেখায় না। গতকাল ওই জমি থেকে তার জোর জুলুম করে মাটি কেটে অন্য জায়গায় নিয়েছে। তখন বাঁধা দেওয়াতে বিভিন্ন ভাবে তাদের হুমকি ধামকি দিয়েছে। আজ ১১ জানুয়ারী সকালে তিনি ও তার তার স্ত্রী শিউলি বেগম রাজবাড়ী শহরের আসার জন্য বসন্তপুর বাসস্ট্যান্ডে আসলে পরিকল্পিত ভাবে মিলন মোল্লা, রিপন মোল্লা, রাজ্জাক মোল্লা, ইমন মোল্লা, ইমতিয়াজ মোল্লা, রাজিব মোল্লা, কৌশিক মোল্লাসহ ৮ থেকে ১০ জন লাঠি-সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে হারুন ডাক্তারের ঘরের সামনে তাদের উপর অতর্কিত হামলা করে। এ সময় তাকে এলোপাথারি ভাবে মারপিঠ করার পর মাথায় কোপ দেয়। মোট ৭টি সেলাই লেগেছে। সে সময় তার স্ত্রী ঠেকাতে আসলে তার হাতে লোহার রড দিয়ে আঘাত করে হাত ভেঙ্গে দিয়েছে। অতিথে তারা আওয়ামী লীগের রাজনীতি করে প্রভাব দেখিয়ে চলাচল করেছে এবং এখনও সেই একই কাজ করছে। এই ঘটনার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং এর সুষ্ঠ তদন্ত ও ঘটনার সাথে জরিত সবার বিচার চাই।
খায়রুজ্জামান মিলন বলেন, এই জমি তারা ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছে এবং কোর্টের রায়ও তাদের পক্ষে হয়েছে। গতকাল আবু বক্কর গোয়ালন্দ মোড় থেকে সন্ত্রাসী বাহিনী এনে ওই জমির টিনের বেড়া ভেঙ্গে নিয়ে গেছে এবং জুমআ নামাজের পর তিনিসহ তার ভাই ভাতিজাদের মারধোর করেছে। এ নিয়ে আজ বসন্তপুর স্টেশনে তার চাচাতো ভাইয়ের সাথে আবু বক্করের তর্কাতর্কি হয়েছে। এ সময় আবু বক্কর তার ভাইকে স্যান্ডেল দিয়ে মারলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। এছাড়া কোন ঘটনা ঘটে নাই। গতকাল টিনের বেড়া ভাঙ্গার সময় তার মাথা কেটেছে। কিন্তু আজ মিথ্যা অভিযোগ করছে। তাছাড়া তার স্ত্রীর হাতও ভাঙ্গে নাই। শুধু শুধু ব্যান্ডেজ করে মিথ্যা কথা বলেছে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন