রাজবাড়ীবিডি ডেক্স ॥
রাজবাড়ীতে ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশ যৌথ উদ্দ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষনা) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন। কর্মশালায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, সরকারী কর্মকর্তা, ভোজ্যতেল পরিবেশক, ব্যবসায়ী, শিক্ষক, এনজিওকর্মী, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন জন্য অংশ গ্রহন করেন। এতে ভোক্তা অধিকার আইনসহ ভোক্তার বিভিন্ন বিষয় নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন এবং ভোজ্যতেলের গুনগত মানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়
মন্তব্য করুন