স্টাফ রিপোর্টার : নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে আটকের পর ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করে মৎস্য বিভাগ। এ সময় জব্দ করা হয় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ। পরে বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর সহকারী মেজেস্ট্রেট ( এনডিসি ) সাদ আহম্মেদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে পনের দিন করে
কারাদন্ড প্রদান করে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুব উল হক বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্র্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারীভাবে নিশেধাজ্ঞা চলছে। নিশেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা-পরিবহন করা ও বিক্রি করা দন্ডনীয় অপরাধ।
নিশেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। তিনি আরো বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে। আর ইলিশ মাছগুলো ইতিমখানায় প্রদান এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন