পদ্মা নদীর পাড় থেকে বুধবার (২২ অক্টোবর) বেলা ১টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার।
তিনি জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়—একজন পুরুষের মরদেহ চরে পড়ে আছে। মরদেহের হাত-পা রশি দিয়ে বাঁধা এবং মাথার কিছু অংশ অনুপস্থিত থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, মরদেহটি যে স্থানে পাওয়া গেছে, সেটি রাজশাহী বিভাগের পাবনা জেলার আওতায় পড়ে। ইতিমধ্যে বিষয়টি পাবনা জেলা পুলিশকে জানানো হয়েছে এবং তারা এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন