রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক তিন স্থানে হিংস্র শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া এবং পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।
পৌরসভা ১ নং ওয়ার্ডের মাষ্টার পাড়ায় একজনকে কামড়ানোর সময় বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোটা দিয়ে পিটিয়ে একটি শিয়ালকে মেরে ফেলেন। এ ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতদের মধ্যে আছেন দেবগ্রাম ইউনিয়নের চর পাচুরিয়া গ্রামের হোসাইন মোল্লা (১৬), নগর রায়ের পাড়ার রতন রায় (৫০), শারমিন বেগম (৩৫), নয়ন মজুমদার (২২) এবং মাষ্টার পাড়ার নমিতা রানী (৪৫), চপলা রানী (৩৫), সন্তোষ সূত্রধর (৫৫), দীপালি সরকার (৪২) ও শিশু কনক শীল (৬)। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত রতন কুমার রায় জানান, সন্ধ্যার দিকে ধান মাগাই করে বস্তা মাথায় বাড়ি ফিরছিলেন, তখন পেছন থেকে হঠাৎ একটি শিয়াল তার ওপর হামলা চালায়। তিনি শিয়ালের সাথে লড়াই করে রেহাই পান। পরে শিয়ালটি আরও দুজনের ওপর হামলা চালায়। তিনি প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকে বাইরে থেকে ভ্যাকসিন কিনে দিতে হয়, কারণ হাসপাতালে শিয়ালের কামড়ের জন্য অ্যান্টি-রেবিস ভ্যাকসিন ছিল না।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, গত সপ্তাহে এক শিশুকে শিয়াল আক্রমণ করে মারাত্মক আহত করে এবং গবাদিপশুর ওপরও আক্রমণ করেছে। এসময় বাইরে থেকে ৩ হাজার টাকা দিয়ে ভ্যাকসিন কিনে নিতে হয়েছে। কাজেই স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতা ও হাসপাতালে ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানান তারা।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ রুহুল আমিন জানান, শিয়ালের কামড়ের রোগীরা চিকিৎসা নিতে আসেন এবং প্রাথমিক সেবা দেয়া হলেও হাসপাতালে অ্যান্টি-রেবিস ভ্যাকসিনের সরবরাহ নেই, ফলে রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করে আনার পরই তাদের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
মন্তব্য করুন