পাংশায় তারেক রহমানের জন্মদিন পালিত
- আপডেট সময় : ০৬:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ৯৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা-মৌরাট-বাবুপাড়া ইউনিয়নের মহনায় দত্তের বাজারে উদয়ন যুব সংঘ ও পাঠাগারের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় দত্তের বাজারে উদয়ন যুব সংঘ ও পাঠাগারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, পাংশা উপজেলা জিয়া পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রশিদ, পাংশা উপজেলা জাসাসের সাবেক সভাপতি শরিসা ইউনিয়ন বিএনপির নেতা কমল কৃষ্ণ জয়, শরিসা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাকিব বিশ্বাস প্রমুখ। এ সময় পাংশা উপজেলা কৃষক দলের নেতা মোঃ কামাল হোসেন, উদয়ন যুব সংঘ ও পাঠাগারের সদস্যগন, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয় বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায়।