১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনেও অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন রাজবাড়ীর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে গত রোববার (৩০ নভেম্বর) দুই ঘণ্টা এবং বুধবার (৩ ডিসেম্বর) চার ঘণ্টা কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি ও ১০ গ্রেড বাস্তবায়ন কমিটির সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক মতিউল ইসলাম, ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আশিশ কুমার, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট এস. এম. সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। কিন্তু একই যোগ্যতা ও দায়িত্ব থাকা সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে বৈষম্য বজায় রাখা হয়েছে।”
তারা আরও জানান, “সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সব স্বাস্থ্যসেবা ও শিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ‘কমপ্লিট শাটডাউন’ পালনের কথা থাকলেও কেন্দ্রীয় নির্দেশনার কারণে তা অর্ধদিবস পালন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের স্পষ্ট নিশ্চয়তা না পেলে আমরা অনির্দিষ্টকালের জন্য লাগাতার শাটডাউন কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
নেতারা জানান, “যে কোনো পরিস্থিতিতে হাসপাতালের জরুরি বিভাগ কর্মবিরতির আওতার বাইরে থাকবে। রোগীর জরুরি চিকিৎসা সেবা আমরা বন্ধ রাখবো না।”
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট
১
রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত