রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়ার উপর হামলা, চাঁদাবাজি, দখলবাজি ও নৈরাজ্য সৃষ্টিকারীর চুন্নুর শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার সময় বালিয়াকান্দি উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি বালিয়াকান্দি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালিয়াকান্দি বাজারের চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল, মিরাজুল ইসলাম (সৈকত), উপজেলা ছাত্র দলের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্য চৌধুরী মাহফুজুল কবির জুয়েল প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নুর নেতৃত্বে উপজেলার সর্বত্র চাঁদাবাজি, দখলবাজি, মারধর সহ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার কারণে উপজেলা বিএনপির সুনাম চরম ভাবে ক্ষুন্ন হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে অপকর্ম করে মানুষের নাভিশ^াস সৃষ্টি করেছে। পুলিশ ও সেনাবাহিনী তাকে সহ তার ২ দোসরকে গ্রেপ্তার করেছে। তাদের গ্রেপ্তারের খবরে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়াকে লাঞ্ছিত করায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
3:41 pm, Saturday, 19 April 2025
News Title :
বালিয়াকান্দিতে বিএনপি নেতা চুন্নু’র শাস্তির দাবীতে বিক্ষোভ
-
সোহেল রানা ॥
- Update Time : 01:04:36 pm, Saturday, 28 September 2024
- 171 Time View
Tag :
Popular Post