রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্কুল মাঠ তৈরীর নামে শিক্ষক-কর্মচারী নিয়োগে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রধান শিক্ষক ও আ.লীগ নেতা সভাপতির বিরুদ্ধে। অপরাধীদের শাস্তির দাবীতে রবিবার সকালে স্কুলের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী ও কুরশী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, কুরশী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সামাদ, অভিভাবক সদস্য কবির হোসেন, মিজানুর রহমান রাজিব, স্কুলের প্রতিষ্ঠাতা ও জমি দাতার ছেলে মোস্তাফিজুর রহমান, স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা খলিলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, রেলমন্ত্রীর চাচাতো ভাই এহসানুল হাকিম সাধন স্কুলের সভাপতি হয়ে স্কুলের খেলার মাঠ তৈরী করার নামে প্রায় ১০ জন শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কোন প্রকার স্কুলের খেলার মাঠ তৈরী বা কোন জমি ক্রয় করেনি। সম্পুর্ণ অর্থ পকেটস্থ করেছে। স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় বিদ্যালয়ের অর্থ আত্নসাৎ, চাকুরী বিধি মোতাবেক প্রতিষ্ঠানের হিসাবপত্র ও নিয়োগ সংক্রান্ত কাগজপত্র প্রদান না করে অবসর নিয়েছেন। তিনি জাল সনদ তৈরী করে চাকুরী দিয়েছে। এসকল অপকর্মের অর্থের বিনিময়ে সহযোগিতা করেছে বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার পারমিস সুলতানা, ডিজির প্রতিনিধি রাজবাড়ী সরকারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ^াস। বিষয়টি তদন্ত পূর্বক জড়িতদের শাস্তির দাবী জানান।
3:37 pm, Saturday, 19 April 2025
News Title :
বালিয়াকান্দিতে শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
-
সোহেল রানা ॥
- Update Time : 12:51:43 pm, Sunday, 29 September 2024
- 131 Time View
Tag :
Popular Post