মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা পৌর শহরের হাজী রহমত আলী সুপার মার্কেটের নিউ সিকদার জুয়েলার্স এর কারখানায় জানালার গ্রীল কেটে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। কারখানাটি পাশে কাজী মার্কেটের ৩য় তলায় অবস্থিত।
জানাগেছে প্রতিদিনের ন্যায় কারখানার কর্মচারীরা কাজ শেষ করে কারখানা বন্ধ করে বাসায় চলে যায়, আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কারখানায় আসলে তারা দেখতে পান জানালার গ্রীল কাটা রয়েছে, ভিতরে গিয়ে সকল ড্রয়ার খোলা রয়েছে আগোছালো ছিল সব কিছু।
এ সময় চোরের দল প্রায় ১০ ভরি স্বর্ণ নিয়েগেছে যা কারিগড়দের ও কিছু কাস্টুমারের বলে জানান নিউ সিকদার জুয়েলার্সের প্রোপ্রাইটার সঞ্জীব কুমার সিকদার।
এ ঘটনার সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা বাজার বণিক সমিতির সভাপতি বাহারাম হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাংশা বাজারের জুয়েলার্স ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে সংস্কিত বলে জানান তারা বলেন কয়েকদিন আগেও এমন একটি চুরির ঘটনা ঘটেছিল অপর একটি কারখানায় সে ঘটনায় কেউ গ্রেফতার হলে এমন ঘটনা হয়ত নাও ঘটতে পারত।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার বলেন সংবাদ পেয়ে আমরা এখানে আসছি, চেষ্ঠা করছি এ চুরির সাথে কারা জড়িত তা সনাক্ত করে আইনের আওতায় আনতে।
মন্তব্য করুন