রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কেকেএস প্রদীপ প্রকল্পের উদ্যোগে স্থানীয় পর্যায়ে অ্যাডভোকেসি ক্যাম্পেইনের অংশ হিসেবে সুবিধা বঞ্চিত ও স্থানীয় অন্যান্য শিশুদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে দৌলতদিয়া কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)-এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আমরা চাই দৌলতদিয়া পূর্বপাড়ার একটি শিশুও যেন মায়ের পেশায় ফিরে না যায়। শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা পায়।”