পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শতাধিক পরিবারের মধ্যে এক বস্তা (২৫ কেজি) করে চাল বিতরণ করেছেন ওমান প্রবাসী মো. সাঈদ মোল্লা।
সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার হাবিল মণ্ডল পাড়ায় সাঈদ মোল্লার বাবা আহাম্মদ মোল্লা উপস্থিত থেকে এ উপহার বিতরণ করেন। এতে এলাকার নিম্ন আয়ের মানুষরা উপকৃত হন এবং সাঈদ মোল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুঠোফোনে সাঈদ মোল্লা জানান, ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
স্থানীয় বাসিন্দা কেরামত বলেন, সাঈদ মোল্লার মতো প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদ। আমরা তার প্রতি কৃতজ্ঞ।