রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সাথী দাস যোগদান করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিক ভাবে ভারপ্রাপ্ত ইউএনও মো. আসাদুজ্জামানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন।
জানা যায়, ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাথী দাসনের বাড়ী ঢাকা জেলার দোহার উপজেলায়। গোয়ালন্দে যোগদানের পূর্বে তিনি মানিকগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট (জে এম শাখা, স্থানীয় সরকার শাখা ও প্রবাসী কল্যান শাখা) হিসেবে কর্মরত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও সাথী দাস বলেন, গোয়ালন্দ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষ্যে তিনি কাজ করবেন। এর পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও শিক্ষার প্রসারে সচেষ্ট থাকবেন। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন