রাজবাড়ীর গোয়ালন্দে ডাস বাংলাদেশের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত । ৩০ নভেম্বর (রোজ রবিবার) সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত গোয়ালন্দ বাসস্ট্যান্ডে সংলগ্ন গোয়ালন্দ বাজার রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তামাক নিয়ন্ত্রণে কর ও মুল্য বৃদ্ধি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং কার্যকর একটি উপায়। বাংলাদেশ তামাক বিরোধী জোট ও সংগঠনগুলো সূচনা লগ্নথেকেই তামাকজাত দ্রব্যের কর ও মুল্য বৃদ্ধির মাধ্যমে ভোক্তার ক্রয়ক্ষমতার উর্ধ্বে নিয়ে যাওয়ার দাবী জানিয়ে আসছে।এই দাবীর প্রেক্ষিতে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), ডাস বাংলাদেশ ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউ বিবি) ট্রাস্টের উদ্যোগে ‘কর ফাকি রোধে অবিলম্বে শক্তিশালী তামাক কর করনীতি চুড়ান্ত করা হোক’ শীর্ষক এক মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে দাবীর সমর্থনে বক্তব্য রাখেন গোয়ালন্দ মেডিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম কিরন, ব্যবসায়ি শামীম মোল্লা ও টিটন সরদার এবং ডাস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা শেখ রাজীব প্রমুখ।
মন্তব্য করুন