রাজবাড়ীর পাংশা গাছ কাটার সময় গাছ চাপা পড়ে হুসাইন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। হুসাইন একই এলাকার মোঃ সোহেল মন্ডলের ছেলে।
জানা যায়, বলরামপুর গ্রামের বাসিন্দা রশিদ মন্ডল তার বাগানের একটি মেহগনি গাছ একই এলাকার সোবাহান বেপারীর কাছে বিক্রি করে। পরে সোবাহান বেপারীর লোকজন সহ বুধবার আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে গাছটি কাটার কাজ শুরু করলে গাছটি মাটিতে পড়ার সময় পাশেই থাকা শিশু হুসাইন গাছের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বাহাদুরপুর পুলিশ ফাঁড়ির এস আই চুন্নু তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন