রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে মনোয়ার (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকুল এলাকার মৃত নূর বক্সের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, তিনি দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘদিন থেকে ভিক্ষাবৃত্তি করতেন এবং রাতে লঞ্চঘাট এলাকায় থাকতেন। অন্যান্য দিনের মতো গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) ভিক্ষাবৃত্তি শেষে ঘুমিয়ে পরেন তিনি। সকাল বেলা ঘুম থেকে না উঠতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে মৃত দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে আসে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মোবাইল ফোনে সংবাদ পেয়ে দ্রুত পুলিশের একটি দল সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে আসে। বার্ধক্য জনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে ধারণা করছি। তার পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।