রাজবাড়ীর গোয়ালন্দে মহান বিজয় দিবস উপলক্ষে শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনাড়াম্বর পরিবেশে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধে তাঁদের বীরত্বগাঁথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বীরমুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়।
পরে মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, সহকারী কমিশনার (ভুমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদৎ হোসেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম প্রমুখ। পরিশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধাদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, ইউএনও হিসেবে প্রথম জাতির বীরসন্তানদের সংবর্ধনা তার জীবনের স্মরনীয় হয়ে থাকবে। আপনারা যুদ্ধ করে আমাদের জন্য একটি দেশ এনে দিয়েছেন। আপনাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
মন্তব্য করুন