মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজবাড়ীতে বিজয়ের পতাকা মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার বিকাল পৌন ৪টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের নের্তৃত্বে শহরে এই মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা করে নেতাকর্মীরা। এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সহ-সভাপতি হিরা শেখ, সাধারন সম্পাদক প্যারিস হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেনভ।
সভায় বক্তারা বলেন, এই বিজয়ের মাসে একটি সংগঠন মাথায় পতাকা বেধে শোডাউন দিচ্ছে, বাঙ্গালিরা জানে তারা কি? তাদের পূর্ব পুরুষ কি ছিল এবং তাদের অন্তরে কি ছিল। তাই আগামী দুই মাস কষ্ট করে ধানের শীষের বিজয়ী করতে হবে। কয়েকদিন আগে ইনকিলাব মঞ্চের মুখাপত্র হাদির উপর যে হামলা হয়েছে, তা দুঃখজনক ও নিন্দনীয়। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
মন্তব্য করুন