সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাবের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।
এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে দিনব্যাপী নানা আয়োজনের উদ্বোধন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনের কর্মসূচী সমাপ্ত হয়।
বিজয় দিবসের অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লাসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ, সহকারী কমিশনার (ভুমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদৎ হোসেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মন্তব্য করুন