রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ১৪ই ডিসেম্বর সকাল ১০ গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন ছাড়াও উপজেলা পরিষদ ও গোয়ালন্দ ঘাট থানার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত মো. রাশিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, উপজেলা নির্বাচন কমিশন মো. জসিমউদদীন, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিক্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল কাদের, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন