রাজবাড়ীতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে রবিবার সকালে রাজবাড়ীর লোকোসেড বদ্ধভুমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এছাড়াও জেলা পুলিশের পক্ষে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস পাল, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহব্বায়ক বীরমুক্তিযোদ্ধা খোন্দকার হেলাল উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব, জেলা কারাগার, রাজবাড়ী সরকারী কলেজ, জেলা পরিষদ, কৃষি অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তর পুষ্পমাল্য অর্পন করেন। এরপর শহীদ বুদ্ধিজীবিদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার তাপস পাল রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহব্বায়ক বীরমুক্তিযোদ্ধা খোন্দকার হেলাল উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা এ সময় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবিদের হত্যার স্মৃতিচারন করেন।
মন্তব্য করুন