রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরেরও দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রুপ নিতে পারে নাই। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নের্তৃত্বে বাংলাদেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এসেছে । এ সুযোগকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে গণতন্ত্র ও কল্যানমূখি রাষ্ট্র বিনির্মাণে একযোগে কাজ করবো। এখন তারেক রহমানের নের্তৃত্বে নতুন গণজাগরণের সৃষ্টি হয়েছে। যার কারণে আমার বিশ্বাস আগামী নির্বাচনে আমাদের এই অঞ্চলসহ সারাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে।
মঙ্গলবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, যারা দেশের মধ্যে রাজাকার, আলবদর, আলশামস তৈরির মাধ্যমে বিরোধিতা করে বাংলাদেশকে পাকিস্থানের অঙ্গ রাজ্য হিসাবে বজায় রাখতে চেয়েছিল। এখন দেশের রাজনীতিতে তাদের পদচারনা দেখা যাচ্ছে। আমাদের সবাইকে এক হয়ে এই স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে হবে। গণতন্ত্র ও স্বাধীনতা পরিপূরক জিনিস। গণতন্ত্র না থাকলে স্বাধীনতা হয় না, তেমনি স্বাধীনতা না থাকলে গণতন্ত্র হয় না। আমাদের অর্জিত স্বাধীনতা নশ্বাৎ করতে কিছু শক্তি ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে সমস্ত বাঙ্গালিদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিজয় র্যালি করেন নেতাকর্মীরা।
মন্তব্য করুন