রাজবাড়ীতে উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে ৫০০ ভোট পেয়ে এবিএম মঞ্জুরুল আলম দুলাল সহ-সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী শেখ মোহাম্মদ আব্দুর রউফ হিটু পেয়েছেন ২৭৯ ভোট । সাধারন সম্পাদক পদে ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ নাসির উদ্দিন পেয়েছেন ২১৮ ভোট।
শনিবার রাত সোয়া ৮টার দিকে প্রধান নির্বাচন কশিনার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান ভোট গননা শেষে এই ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে সদস্য পদে ৩৬২ ভোট পেয়ে প্রথম হয়েছেন আব্দুর রাজ্জাক মিয়া, দ্বিতীয় আঞ্জুমান আরা বেগম ৩৫৬ ভোট, তৃতীয় মেদেহী হাসান রনি ৩৩৪ ভোট, চতুর্থ মোঃ হাবিব শেখ ৩২৮ ভোট এবং পঞ্চম হয়েছেন কাজী আরাফাত হাসান জিসান ৩২৭ ভোট। এই নির্বাচনে ১ হাজার ১৪৬ ভোটের মধ্যে ৮৭৯ ভোট কাস্ট হয়। এরমধ্যে বাতিল হয়েছে ৯ ভোট।
এর আগে সকালে ভোট শুরুর পূর্বে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক সুলতানা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিশেষ সাধারন সভা । সকাল ১০টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহন শুরু হয়। বিরতিহীন ভাবে ভোটগ্রহন চলে বিকাল ৪ টা পর্যন্ত।
এই নির্বাচনে সহ-সভাপতি, সাধারন সম্পাদক ও কার্য নির্বাহীর সদস্য পদে ৭ টি পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দীতা করছেন জন প্রার্থী। এরমধ্যে সহ-সভাপতি পদে ৩ জন, সাধারন সম্পাদক পদে ৬ জন ও কার্য নির্বাহীর সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। মোট ভোট ছিল ১ হাজার ১৪৬ জন।
মন্তব্য করুন