সারাদেশের ন্যায় রোববার রাজবাড়ীর গোয়ালন্দে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত কর্মবিরতে পালন করেন তারা।
কর্মসূচীতে অংশগ্রহন করেন মোঃ আমিরুল ইসলাম রনী (মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব), মোঃ আমিরুল ইসলাম (মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব), ওয়ালিউল্লাহ শাফি (মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট), অমিত হাসান (মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট), হাফিজুর রহমান (মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল ), রওশন আরা (মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট), প্রদীপ দাস (মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট), জুলহাস হুসাইন (মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব), মোঃ সবরাজ খান (মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব), মোঃ শ্রাবণ মাহমুদ রিপন (মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব)।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আমিরুল ইসলাম রনী জানান, ২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টেকনোলজিস্টদের ১০ম গ্রেড নির্ধারণ করলেও তা এখনও কার্যকর হয়নি। এটি চরম বৈষম্য। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে।
মন্তব্য করুন