কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চলামান ফাইনাল পরীক্ষা বন্ধ রেখে ৪ দফা দাবিতে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছেন রাজবাড়ীর ৪টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
মঙ্গলবার সকালে পরীক্ষা শুরু পূর্বে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে ফাইনাল পরীক্ষার সময় এমন আন্দোলনে মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা। তাছাড়া সামনে তাদের বৃত্তি পরীক্ষা।
অভিভাবকদের দাবি, এখন পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের পড়াশুনার রুটিনও এলোমেলো হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়বে চুরান্ত ফলাফলে। ফলে দ্রুত আন্দোলন থেকে সরে এসে শিক্ষকদের নিয়মিত পরীক্ষা নেবার ব্যবস্থা করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য সরকারকে অনুরোধ জানান।
অন্যদিকে শিক্ষকরা বলছেন দীর্ঘ দিন ধরে তারা আন্দোলন করে আসলেও দাবি মেনে না নেওয়ায় বাধ্য হয়ে পরীক্ষা না নিয়ে কর্মবিরতি পালন করছেন। তবে কেন্দ্রের সিদ্ধান্ত আসলেই তারা পরীক্ষা নেওয়া শুরু করবেন। আশা করছে আজকের মধ্যে চুরান্ত সিদ্ধান্ত পাবেন।
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, গোয়ালন্দ নাজির উদ্দিন হাই স্কুল ও শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে চলছে এই কর্মবিরতি।
মন্তব্য করুন